Site icon অবিশ্বাস

কুষ্টিয়ায় মাদ্রাসার নৈশ প্রহরীর বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে মাদ্রাসার নৈশ প্রহরী বাবুল হোসেন (৫০) এর বিরুদ্ধে ১২ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

২২ নভেম্বর শুক্রবার সকাল ৬ টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হামিদুর রহমানের পরিত্যাক্ত বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাবুল বাঁশগ্রাম কামিল মাদ্রাসার নৈশ প্রহরী ও বাঁশগ্রামের অধিবাসী।

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শিশুটিকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামীকে গ্রেফতার করতে অভিযান অব্যহত রয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

সূত্র

 

Exit mobile version