Site icon অবিশ্বাস

কুড়িগ্রামে কালীমূর্তি ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

সন্ত্রাসীরা সার্বজনীন কালী মন্দিরের লোহার গ্রিল ভেঙে কালীমূর্তি ভেঙে ফেলেছে। গত রোববার ভোরে ঘটনাটি ঘটে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বাবুপাড়া সার্বজনীন পূজা মন্দিরে। এ ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মারাত্মক আতংক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ও মন্দির কমিটি সূত্রে জানা গেছে, নিয়মিত পূজা অনুষ্ঠানের অংশ হিসেবে শুক্রবার থেকে মন্দির ও মূর্তির পরিচর্যা শুরু করে মন্দির কর্তৃপক্ষ। গত রোববার ভোরে সন্ত্রাসীরা মন্দিরে প্রবেশ করে মূর্তি গুড়িয়ে দেয়। তারা কালীমূর্তির দু’পাশে থাকা ডাকিনী-যোগিনীর মূর্তিও গুড়িয়ে দেয়। এ ঘটনা জানাজানি হলে সংখ্যালঘু সম্প্রদায়ের শত শত লোক মন্দিরের অবস্থা দেখে কাঁদতে থাকে। খবর পেয়ে ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে রংপুর থেকে গতকাল সোমবার রাতে টেলিফোনে ফুলবাড়ি থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মন্দির কমিটির সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সরকার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

সংবাদ, ১৩ ফেব্রুয়ারি ২০০২

Exit mobile version