Site icon অবিশ্বাস

কুড়িগ্রামে মহাম্মদকে নিয়ে কথিত কটূক্তির অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের যুবককে হয়রানি, গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে ইসলাম ধর্মের প্রবর্তক মহাম্মদকে নিয়ে কথিত কটুক্তির গুজব ছড়িয়ে হয়রানি ও গ্রেফতার করার অভিযোগ পাওয়া গেছে। 

গ্রেফতার উজ্জল কুমার রায়কে সোমবার (৯ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (৮ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। উজ্জল উপজেলার পুটিমারী এলাকার পল্লী চিকিৎসক শ্রী উদয় কুমার রায়ের ছেলে।

৫ ডিসেম্বর বৃহস্পতিবার উজ্জলের আইডি থেকে মহাম্মদের কার্টুন তৈরি করে কটূক্তিমূলক পোস্ট দেওয়া হয়েছে বলে এই মর্মে গুজব ছড়ানো হয়। গুজবকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লীর ব্যানারে একদল উগ্রপন্থী মুসলমান উজ্জলের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে।

পুলিশ ভিক্টিমকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে জানা গেছে।

পূর্ব পশ্চিম

Exit mobile version