Site icon অবিশ্বাস

কুড়িগ্রামে স্বামীকে বশীকরণের প্রলোভনে নারীর শ্লীলতাহানি, ইমাম গ্রেফতার

কুড়িগ্রাম সদর উপজেলায় স্বামীকে তাবিজের মাধ্যমে নিয়ন্ত্রণে নেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর সাথে অশোভন আচরণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক ও মসজিদের সাবেক এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ আগস্ট) গ্রেফতারকৃত মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি (৪৫) নামে ঐ ঈমামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ভুক্তভোগী গৃহবধূর স্বামীর দায়ের করা মামলার ভিত্তিতে সোমবার (১৬ আগস্ট) রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি কুড়িগ্রাম সদর উপজেলার হরিকেশ কানিপাড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি এক সময় কুড়িগ্রাম সদরের একটি মসজিদের ইমাম ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় নারী কেলেঙ্কারির অভিযোগ থাকায় তাকে মসজিদ থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন। হজ্বের টাকা নিয়ে পলায়ন করার অপরাধে তিনি জেল খেটেছেন এবং তিনি বিভিন্ন সময় নারীদের প্রলোভন দেখিয়ে একাধিক অপকর্মের সাথে যুক্ত বলেও জানায় পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, কুড়িগ্রাম সদর উপজেলার হরিকেশ কানিপাড়ার এক নারীর স্বামীকে বশে আনার জন্য তাবিজ সহ বিভিন্ন উপায়ে প্রলোভন দেখিয়ে আসছিলেন মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি। প্রলোভনের ফাঁদে পা দিয়ে বিভিন্ন সময় ঐ নারী মাওলানা মোফাচ্ছের হোসেনের নির্দেশনা মেনে আসছিলেন। গত ১৩ আগস্ট সুযোগ পেয়ে নারীকে শ্লীলতাহানিসহ যৌন নির্যাতনের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। এরপর সোমবার (১৬ আগস্ট) ভুক্তভোগী নারীর স্বামীর দায়ের করা এক এজাহারের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ইত্তেফাক

Exit mobile version