Site icon অবিশ্বাস

কেশবপুরে সাংবাদিকের হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

সন্ত্রাসীদের বিরুদ্ধে রিপোর্ট লেখায় স্থানীয় একটি দৈনিকের কেশবপুর প্রতিনিধি অশোক কুমার দের হাতের আঙ্গুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত পরশু রাতে তাকে কেশবপুরের সন্ন্যাসগাছা বাজার থেকে অপহরণ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অশোক কুমার সন্ন্যাসগাছার একটি দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে সম্প্রতি একটি রিপোর্ট লেখেন। এতে ক্ষিপ্ত হয়ে ঐ চক্র তাকে জীবন নাশের হুমকি দেয়। এ ব্যাপারে অশোক কেশবপুর থানায় একটি জিডি করে পুনরায় পত্রিকায় প্রতিবেদন জমা দেওয়ায় সন্ত্রাসীরা শুক্রবার রাতে তাকে সন্ন্যাসগাছা বাজার থেকে অপহরণ করে নিয়ে যায় এবং ডান হাতের দুটি আঙুল কেটে নেয়। এর পর তাকে প্রহার ও মুখের মধ্যে ইটের খোয়া ঢুকিয়ে দিয়ে একটি ডোবার মধ্যে ফেলে রাখা হয়। রাত ১১ টার পর এলাকার লোকজন তাকে উদ্ধার করে। অশোককে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রথম আলো, ৩০ জুলাই ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

Exit mobile version