Site icon অবিশ্বাস

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. আলী (৩০) নামে ধর্ষককে আটক করেছে পুলিশ।

ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে  ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মধ্য রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আলী উপজেলার মোহাম্মদপুর এলাকার খেজমত আলীর ছেলে। পেশায় আইসক্রিম বিক্রেতা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ওমরপুর এলাকায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলো মো. আলী। এ সময় বাড়ির পুকুরে একাকী গোসল করার সময় ধর্ষণ করে প্রতিবন্ধী কিশোরীকে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটক আলীকে আদালতে পাঠানো হয়েছে।

আর টিভি অনলাইন

Exit mobile version