Site icon অবিশ্বাস

খাগড়াছড়ির মানিকছড়িতে সেটেলার বাঙালিদের বিরুদ্ধে বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ

খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন মানিকছড়ি উপজেলার তিনটহুরি ইউনিয়নে পার্শ্ববর্তী গ্রামে গত ১০ মার্চ ২০২০ দিনের বেলায় একদল সেটেলার বাঙালি অংগ্য পাড়া সংলগ্ন এক বৌদ্ধ বিহার অগ্নিসংযোগ করে ভস্মীভূত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিহারের পাশেই সেনা ও বিজিবি ক্যাম্প থাকলেও তাদের কেউই ঘটনার সময় এগিয়ে আসেনি বলে জানা গেছে।
অগ্নিসংযোগে কয়েক লক্ষ টাকার সমপরিমাণ সম্পত্তি পুড়ে যায় এবং বিহারে থাকা দুইজন ধর্মীয় গুরু আহত হওয়ার খবর পাওয়া যায়।

জানা গেছে, সেটেলার বাঙালিরা দীর্ঘদিন ধরে বৌদ্ধ বিহারের জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ঘটনার পূর্বে তারা একাধিকবার বিহারাধ্যক্ষের সাথে বাকবিতন্ডায় জড়ায় এবং অচিরেই বিহারের জায়গা ছেড়ে দিতে হুমকি প্রদান করে।

হিল ভয়েস

Exit mobile version