Site icon অবিশ্বাস

খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ ১৭ মামলার আসামি নিহত

রাজধানীর খিলগাঁও এলাকায় শনিবার দিবাগত রাতে (২২ মার্চ) কথিত ‘বন্দুকযুদ্ধে’ হত্যা ও মাদকসহ ১৭টি মামলার অভিযুক্ত এক আসামি নিহতের কথা জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম সোহেল ওরফে ঝনো (৩০)।

 

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের ভাষ্য, বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকা পৌঁছানোর পর শনিবার রাত সাড়ে ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোহেলকে গ্রেপ্তার করে বিমানবন্দর পুলিশ। পরে ওই রাতেই তাকে খিলগাঁও থানায় নিয়ে যাওয়া হয়।

ওসির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাগদারপাড় এলাকার একটি স্থানে মাদক ও আগ্নেয়াস্ত্র রাখার কথা স্বীকার করে সোহেল। এ তথ্যের ভিত্তিতে খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলীর তত্ত্বাবধানে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল তাকে সাথে নিয়ে ঘটনাস্থলে যায়। রাত পৌনে ৩টার দিকে সোহেলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

তিনি আরও দাবি করেন, ‘বন্দুকযুদ্ধের’ এক পর্যায়ে সোহেল গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউএনবি

Exit mobile version