Site icon অবিশ্বাস

খুলনার পাইকগাছায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসা সুপার গ্রেফতার

খুলনার পাইকগাছা উপজেলায় চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় একটি মাদ্রাসার সুপার হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার (২ ডিসেম্বর) এ ঘটনায় ভিকটিমের নানি বাদী হয়ে পাইকগাছা থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। এরআগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ধর্ষণের অভিযোগে ওই সুপারকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগপত্রে জানা গেছে, কয়রা উপজেলার খিরোল গ্রামের মৃত আব্দুল হাকিম সরদারের পুত্র মো. হাবিবুর রহমান (৫৫) পাইকগাছা উপজেলার স্থানীয় একটি মাদ্রাসার সুপার হিসেবে প্রায় দেড় বছর যাবত চাকরি করছে। গত ৩০ নভেম্বর সকাল ৬টার দিকে মাদ্রাসাটির পাশে এক ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে অ্যাসাইনমেন্ট নিয়ে যেতে বলে। সকাল ৮টার দিকে মাদ্রাসায় ওই অ্যাসাইনমেন্ট নিয়ে গেলে মেয়েটিকে তার শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করে সে। পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে আসলে এলাকাবাসীর সহায়তায় মেয়েটির নানী থানায় এসে বিষয়টি জানান।

ভুক্তভোগী ওই শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version