Site icon অবিশ্বাস

খুলনার রূপসায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেফতার

খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ইমদাদুল মল্লিক (২৪) উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ইদ্রিস মল্লিকের ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর বাবা পালের হাট পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ইমদাদুলের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিযোগে বলা হয়, বুধবার (০৫ ফেব্রুয়ারি) বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে ইমদাদুল পাশ্ববর্তী স্থানে নিয়ে ধর্ষণ করে।

পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেছে।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version