Site icon অবিশ্বাস

খুলনায় ছাত্র ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

৩১ জুলাই ২০১৯ খুলনার খালিশপুরে নিউজপ্রিন্ট মিলস মাদ্রাসার বোর্ডিংয়ে  এক মাদ্রাসা ছাত্র (৮) বলাৎকারের শিকার হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় খালিশপুর থানা পুলিশ  শুক্রবার রাতে (০২ আগস্ট) অভিযুক্ত ধর্ষক মাদ্রাসা শিক্ষক আল আমিনকে (২৭) মাদ্রাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত শিক্ষক আল আমিন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাতাইশে গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি নিউজপ্রিন্ট মিলস ভবন মাদ্রাসার শিক্ষক।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, গত বৃহস্পতিবার ওই ছাত্রের মা ছেলেকে দেখতে মাদ্রাসায় যান। এসময় ছেলের অবস্থা খারাপ দেখে তার কাছে জিজ্ঞাসা করে জানতে পারেন, শিক্ষক আল আমিন বুধবার রাতে মাদ্রাসার অজু খানায় নিয়ে মারধর করে তাকে বলাৎকার করে। এর আগেও বেশ কয়েকবার আল আমিন তাকে বলাৎকার করে। এ ঘটনায় ওই ছাত্রের মা বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে নজেরানা শাখায় পড়তো ঐ ছাত্র।

ইত্তেফাক

Exit mobile version