Site icon অবিশ্বাস

খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের পাঁচ জঙ্গি গ্রেপ্তার

 খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর পাঁচ জঙ্গিকে আটক করেছে র‌্যাব-৬’র একটি বিশেষ টিম।

রোববার (২৯ ডিসেম্বর) ভোর রাতে লবণচরা এলাকায় গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। দুপুরে মহানগরীর র্যাব-৬ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সংগঠনটির যশোর জেলা নায়েক ইলিয়াস কাঞ্চন রিপন (৩৭), যশোর জেলার যুগ্ম জেলা নায়েক মো. মুকুল হোসেন (৩৬), যশোর জেলার সহ জেলা নায়েক মো. ইয়াছিন আলী (৩৮), থানা নায়েক মো. শুকুর আলী (২৯) ও গ্রাম নায়েক মো. সোহানুর রহমান সোহান (২৩)।

তাদের কাছ থেকে হ্যান্ডনোট, লিফলেট, দোকানঘর ভাড়ার চুক্তিপত্র, উগ্রবাদী কবিতা, হাতে লেখা সংগঠনের কার্যবিধি প্রভৃতি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে তারা এই সংগঠনের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত।

বাংলা নিউজ

Exit mobile version