Site icon অবিশ্বাস

খুলনায় ফেসবুকে মহাম্মদ সম্পর্কে কটূক্তির গুজব, হিন্দু যুবক গ্রেপ্তার

খুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সম্পর্কে ‘কটূক্তি’র গুজব ছড়িয়ে অঞ্জন দাস (২২) নামের এক হিন্দু যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীমূলক গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে। 

 

শুক্রবার (১০ জুলাই) খালিশপুর পোর্ট কলোনির বাসিন্দা জোবায়ের আবদুল্লাহ বাদি হয়ে অঞ্জন দাসের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করে।

জানা গেছে, ৯ জুলাই বৃহস্পতিবার ফেসবুকে একটি গ্রুপের কমেন্ট বক্সে অঞ্জন দাস মহানবী সম্পর্কে কটূক্তি করেছে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে ধর্মান্ধ উগ্রপন্থী মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঐদিন রাতে খালিশপুর পোর্ট কলোনি এলাকা থেকে অঞ্জন দাসকে হয়রানীমূলক গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, ফেসবুকে একটি গ্রুপের কমেন্ট বক্সে অঞ্জন দাস মহানবী (সাঃ) সম্পর্কে কটূক্তি করেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতেই তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। ১০ জুলাই শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবিসি নিউজ

Exit mobile version