Site icon অবিশ্বাস

খুলনায় লকডাউনের অভিযান নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, ডিজিটাল আইনে গ্রেফতার ১

লকডাউনে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মিজানুর রহমান মিজান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) তাকে গ্রেফতার করা হয়।

 

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই সাইদুর রহমান জানান, মামলাটির তদন্তভার তাকে দেওয়া হয়েছে। মিজানের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ জানায়, ৭ এপ্রিল খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক রূপসা ঘাট ও পিকচার প্যালেস মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সে সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকেও জরিমানা করা হয়। পরে খুলনা জেলা প্রশাসনের ফেসবুক পেইজ ‘মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালায়, খুলনা’তে প্রকাশ করা হয়। উক্ত পোস্ট থেকে তথ্য ও ছবি সংগ্রহ করে ‘আমাদের খুলনা’ ফেসবুক গ্রুপে সাব্বির হোসাইন নামক ফেসবুক আইডি থেকে ‘খুলনায় দোকানদার ভাইয়েরা দোকান খুলবেন তো জরিমানায় পড়বেন’ লিখে পোস্ট করা হয়। পোস্টের নিচে মিজানুর রহমান আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি খুলনা ডিসি অফিসের বেঞ্চ সহকারী অনুপ কুমার রায়ের দৃষ্টিতে আসলে তিনি ঊর্ধ্বতন মহলে আলোচনা করে রবিবার (১৮ এপ্রিল) খুলনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

মামলায় উল্লেখ করেন, আসামি ইচ্ছাকৃতভাবে তার ফেসবুক আইডিতে আপত্তিকর মন্তব্য করে শ্রেণি শত্রুতা সৃষ্টির পাশাপাশি পারস্পরিক শত্রুতা, ঘৃণা সৃষ্টি করে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।

বাংলা ট্রিবিউন

Exit mobile version