Site icon অবিশ্বাস

খুলনায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং দেশত্যাগের হুমকি-পঞ্চানন বিশ্বাসের সংবাদ সম্মেলন

খুলনা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পঞ্চানন বিশ্বাস অভিযোগ করে বলেছেন, তার নির্বাচনী এলাকা দাকোপ-বটিয়াঘাটার সর্বত্র বিএনপির লোকজন আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের মারধর, ঘরে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও দেশত্যাগের হুমকি দিচ্ছে। গতকাল রোববার সকালে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। পঞ্চানন বিশ্বাস সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক খলিলুর রহমানকে মারপিট করা, ব্যালট কাটতে সম্মতি না দেয়ায় পোলিং এজেন্ট রবিউল গাজিকে বেদম প্রহার করা, ব্যবসায়ী গৌরাঙ্গ রায়, বঙ্কিম শীল ইউপি মেম্বার ও হাই স্কুল শিক্ষক শশধর ইজারাদারকে গালিগালাজ করা, অমল রায় কে ভয়ভীতি প্রদর্শন করে ভারতে পাঠানোর হুমকি দিয়েছে বিএনপির লোকজন। ভগবতীপুর গ্রামে অরবিন্দ মজুমদারের দোকান ঘরে সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দিলে সম্পূর্ণ ভস্মিভুত হয়। তাছাড়া ধর্মীয় সংখ্যালঘুদের নানাভাবে অত্যাচার ও নির্যাতন করা হচ্ছে। সকল ঘটনা পুলিশ প্রশাসনকে জানানোরপরও কোন সন্ত্রাসীকে তারা গ্রেফতার করেনি। পঞ্চানন বিশ্বাস এসব সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন ও দোকানে অগ্নিসংযোগের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলার আওয়ামী লীগ সভাপতি ননী গোপাল মণ্ডল, সহ-সভাপতি অমিতবরণ সাহা, সাংগঠনিক সম্পাদক জিএম কামরুজ্জামান, যুগ্ন সম্পাদক শেখ আবুল হোসেন, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ফিরোজুর রহমান ও দাকোপ উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট অশোক রায়।
দৈনিক মুক্তকণ্ঠ, ৮ অক্টোবর ২০০১

Exit mobile version