Site icon অবিশ্বাস

গাংনীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক আল আমিন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ মে শনিবার ভোরে গাংনী পৌর শহরের বাঁশবাড়িয়া গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

আল আমিন হোসেন বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে এবং ঢাকা থেকে প্রকাশিত বিজনেস বাংলাদেশ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার উপপরিদর্শক (এসআই) সুমন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতের পরোয়ানা থাকায় সাংবাদিক আল আমিন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২০ সালের ১১ মে স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় গাংনীর সাবেক সাংসদ ‘মকবুলের কাণ্ড, ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে মকবুল হোসেনের ভাগনে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় ওই পত্রিকার প্রকাশক এ এস এম ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

সাবেক সাংসদ মকবুল হোসেনের একান্ত সহকারী সাইফুজ্জান সিপু বলেন, মকবুল হোসেন দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। সাধারণ মানুষের কাছে তিনি জনপ্রিয়। স্বতন্ত্র প্রার্থী হয়েও তিনি দুবার নির্বাচিত হয়েছেন। তাঁকে হেয় করার জন্য মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন তৈরি করার কারণে মামলা করা হয়েছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, সাংবাদিক আল আমিনের নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে আজ সকালে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

প্রথম আলো

Exit mobile version