Site icon অবিশ্বাস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাচা গ্রেফতার

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে শিশু ধর্ষণ চেষ্টাকারীকে আটক করেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে সরকারি সংস্থাটি জানায়, মঙ্গলবার (৩ মার্চ) রাত ১২টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার দীঘলকান্দি থেকে এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ভাতিজি বুদ্ধি প্রতিবন্ধী আট বছর বয়সী তৃতীয় শ্রেণির ছাত্রীকে এক ব্যক্তি ধর্ষণ করার চেষ্টা চালায়। মেয়েটির চিৎকার, কান্নাকাটির আওয়াজে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে। ততক্ষণে ধর্ষণকারী পালিয়ে যায়।

কলার বলেন, নির্যাতনের শিকার মেয়েটির বর্ণনা শুনে তার এক ব্যক্তিকে সন্দেহ হয় এবং তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন।

৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সাথে গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজু হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে যান।

পরে সাজু হোসেন ৯৯৯ কে জানান, নির্যাতনের শিকার মেয়েটির বর্ণনা অনুযায়ী একই গ্রামের শরিফুল (৩০) কে আটক করা হয়েছে। মেয়েটি অভিযুক্তকে শনাক্ত করেছে। ওই ব্যক্তি সম্পর্কে মেয়েটির আত্মীয় হয়।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version