Site icon অবিশ্বাস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আল্লাহর দলের সক্রিয় জঙ্গি আটক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ফরিদুল ইসলাম (৩৫) নামে এক সক্রিয় সদস্যকে ১৯ মে মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা।

 

ফরিদুল ইসলামকে আটক করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

২০ মে  বুধবার তাকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, গুমানীগঞ্জ ইউনিয়নের তরফ মনু গ্রামের মৃত নূর হোসেনের ছেলে ফরিদুল ইসলাম দীর্ঘদিন যাবত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল হর দলের সদস্য হিসেবে দেশবিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিল। ইতিমধ্যে ফরিদুলের কয়েক সহযোগী র‌্যাবের হাতে আটক হয়। ফরিদুল এসময় পালিয়ে গেলেও গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর রংপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে কাটাখালী ব্রীজ এলাকা থেকে তাঁকে আটক করে।

দৈনিক আমাদের সময়

Exit mobile version