Site icon অবিশ্বাস

গাইবান্ধার ফুলছড়িতে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়িতে অপহরণের পর দৃষ্টি প্রতিবন্ধি শিশুকে ধর্ষণকারী সবুজ মিয়াকে ৯ মার্চ মঙ্গলবার রাতে শহরের সান্দারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে সান্দারপাড়ার বাসিন্দা আব্দুর রশিদ গামার পুত্র।

 

প্রসঙ্গত উল্লেখ্য যে, ৮ মার্চ সোমবার রাতে ফুলছড়ি ঘাট এলাকার জনৈক নুরজাহান বেগম সুখনগর এলাকায় তার আত্মীয় মুকুল মিয়ার বাড়িতে বেড়াতে নিয়ে যায়। এরপর প্রতিবন্ধী শিশুকে বেড়ানোর কথা বলে নুরজাহান বেগম তার বাড়ি বালাসী ঘাট এলাকায় বেড়াতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষক সবুজ মিয়াকে খবর দিয়ে নিয়ে আসে। সেখানে নুরজাহান বেগমের সহযোগিতায় সবুজ মিয়া শিশুটিকে ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হলে মঙ্গলবার তার বাবা মুকুল মিয়াকে খবর দেয়া হয়। সে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার গুরুতর অসুস্থ শিশু কন্যাকে নিয়ে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে শিশুটির পিতা মুকুল মিয়া বাদী হয়ে ফুলছড়ি থানায় দু’জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আমাদের সময়

Exit mobile version