Site icon অবিশ্বাস

গাইবান্ধার ফুলছড়িতে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

 

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ফুলছড়ি উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলো সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। পথে কালাম নামে এক বখাটে ও তার ২ সহযোগী মেয়েটিকে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

এলাকাবাসী জানায়, ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। যাতে এই এলাকায় আর এ ধরণের ঘটনা আর না ঘটে।

এ ঘটনায় মেয়েটির নানা বাদী হয়ে ৩ জনকে আসামি করে ফুলছড়ি থানায় মামলা করেন।

গাইবান্ধা ফুলছড়ি থানার উপ-পরিদর্শক মো. রতন মিয়া বলেন, স্বজনরা থানায় মামলা করেছে। আমরা আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চালাচ্ছি।

ঘটনার পর থেকে অভিযুক্ত কালাম ও তার দুই সহযোগী পলাতক রয়েছে।

সময় নিউজ টিভি

Exit mobile version