Site icon অবিশ্বাস

গাইবান্ধার সাদুল্যাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক ভাবে তার না পরিচয় জানা যায় নি। বুধবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার ধাপেরহাট বত্রিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রশিদ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে বত্রিশ মাইল এলাকায় অজ্ঞাত একটি চাকায় পথচারী ওই বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।তিনি আরও জানান, মরদেহ বর্তমানে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় রয়েছে। নিহতের পরিচয় উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

একুশে টিভি

Exit mobile version