Site icon অবিশ্বাস

গাইবান্ধায় ধর্ষণের অভিযোগে ৯ বছরের শিশু গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পাঁচ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে নয় বছরের এক বালককে যশোর শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পাঁচ বছরের শিশুর বাবা থানায় মামল করেছেন বলে জানিয়েছেন সাঘাটা থানার ওসি বেলাল হোসেন।

তিনি মামলার নথির বরাতে বলেন, গত ১২ সেপ্টেম্বর উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পাঁচ বছরের এক শিশুকে তার প্রতিবেশী নয় বছরের এক বালক নির্মাণাধীন একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার থানায় শিশুর অভিভাবক মামলা করেন। ওই দিন বিকালে তাকে গ্রেপ্তার করে সন্ধ্যায় সাঘাটার আমলি আদালতে হাজির করলে বিচারক কাজী ফকরুল আবেদীন তাকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

ওসি বলেন, পাঁচ বছরের শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী মঞ্জুর মোর্শেদ বাবু অভিযোগ করেছেন, “এটি বিশ্বাসযোগ্য নয়। ধর্ষণ করার মত শারীরিক অবস্থা নয় বছরের এই শিশুটির এখনও হয়নি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version