Site icon অবিশ্বাস

গাইবান্ধায় যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষক গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ কাজলঢোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ এপ্রিল  রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাক কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত শিক্ষকরা হলেন, ওই বিদ্যালয়ের কোচিং শিক্ষক ও একই উপজেলার চকগয়েশপুর গ্রামের মৃত রহিম বক্সের ছেলে চান্দু মিয়া (৫০) এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একই উপজেলার নারায়নপুর গ্রামের আমজাদ হোসেন সরকারের ছেলে সুলতানুল আরেফিন সোহেল (৪৪)।

রবিবার বিকালে এক সংবাদ সম্মেলনে গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী ২৫ এপ্রিল স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা দিচ্ছিলেন। এসময় নিয়ম বহির্ভূতভাবে কোচিং শিক্ষক চান্দু মিয়া ওই পরীক্ষার হলে প্রবেশ করেন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানুল আরেফিন সোহেল এসময় চান্দু মিয়াকে বাধা দেননি। এক পর্যায়ে সুযোগ বুঝে অভিযুক্ত চান্দু মিয়া ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন। বিষয়টি ওই শিক্ষার্থী তার বাড়িতে গিয়ে জানায়। পরে এলাকায় বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পরে।

তিনি আরও জানান, শনিবার এলাকাবাসী ও শিক্ষার্থীরা স্কুল ঘিরে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। পরে শনিবার রাতে এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা দুইজনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে শনিবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ মুল আসামি চান্দু মিয়াকে গ্রেফতার করে।

বাংলা নিউজ । ইত্তেফাক

Exit mobile version