Site icon অবিশ্বাস

গাইবান্ধা: ট্রাক চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক চাপায় সুমি আকতার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় শাহানাজ নামে একছাত্রী আহত হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকালে সুন্দরগঞ্জের ছাইতনতলা বাজারের শাখামারা ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সুমি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভাদ্র গ্রামের আব্দুল গণির কন্যা। সুমি করুনাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলো। আহত শাহানাজ কাটগড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বর্তমানে শাহনাজ সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে বাইসাইকেল করে ছাইতানতলা বাজারে কোচিং সেন্টারে যাচ্ছিলো সুমি ও শাহনাজ। তারা দুজন শাখামারা ব্রিজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমি নিহত ও শাহনাজ আহত হয়।

করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এটিএম রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রাক চাপায় ছাত্রী নিহতের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুস সোবহান জানান, ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। নিহতের লাশ তার স্বজনদের দেয়া হয়েছে।

যমুনা টিভি নিউজ

Exit mobile version