Site icon অবিশ্বাস

গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এর চালক তরিকুল ইসলাম (২৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন বাহনটির আরেক আরোহী তরিকুলের বন্ধু দিকজয় হীরা (২২)।
রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তরিকুল ইসলাম জেলা শহরের নিচুপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, তরিকুল তার বন্ধু হীরাকে নিয়ে মোটরসাইকেলে করে রঘুনাথপুর এলাকার বুড়ির মার বটতলা যাচ্ছিলেন। আঞ্চলিক সড়ক থেকে বুড়ির মার বটতলার সড়কে নামার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের চালক তরিকুল ও হীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করেন।
Exit mobile version