Site icon অবিশ্বাস

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

নাটোরের লালপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ওয়ালিয়া এলাকার ওয়ালিয়া-ফুলবাড়ি রোডের শিমুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, রাতে জালাল, শরিফ ও হাফিজুর একই মোটরসাইকেলে করে ওয়ালিয়া বাজার থেকে ধুপইল গ্রামে যাচ্ছিলেন। পথে ওয়ালিয়া-ফুলবাড়ি রোডের শিমুলতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খেঁজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জালাল ও শরিফ নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় হাফিজুরকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা হাসপাতাল ভর্তি করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের শাহ আলমের ছেলে জালাল উদ্দিন ও লালপুর উপজেলার ধুপইল গ্রামের মাজরুল ইসলামের ছেলে শরিফ । আহত হয়েছেন একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান।

একুশে টিভি । আর টিভি অনলাইন

Exit mobile version