Site icon অবিশ্বাস

গাজীপুরের টঙ্গীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে । ২৩ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করেছে ভিকটিমের পরিবার। অভিযুক্ত ধর্ষক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, প্রায় এক বছর আগে একই বাসায় ভাড়া থাকার সুবাদে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে টঙ্গী বাজারের কাপড় ব্যবসায়ী নোমানের। এরপর নোমান বিয়ের প্রলোভন দেখিয়ে সুমির সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক তৈরি করে। পরে সুমি বিয়ের জন্য চাপ দিলে নোমান বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং শারীরিক সম্পর্কের বিষয়ে কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি স্কুলছাত্রী তার পরিবারকে জানালে তারা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ টঙ্গী বাজার থেকে অভিযুক্ত নোমানকে আটক করে।

নোমান ভোলা জেলার লালমোহন থানার ধুলিঘরনগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা টাইমস

Exit mobile version