Site icon অবিশ্বাস

গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় পুলিশ সদস্য নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় কাভার্ড ভ্যানচাপায় নজরুল ইসলাম (৫০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন শেষে বাসে করে মাওনা এলাকায় আসেন পুলিশ সদস্য নজরুল। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কিছু সময় পর তার মৃত্যু হয়।
 
নজরুল নওগাঁ আদালতে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করতে তিনি গাজীপুরে এসেছিলেন।
 
Exit mobile version