Site icon অবিশ্বাস

গাজীপুরে চাকুরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ

গাজীপুরে চাকুরি দেয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে এক যুবতীকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই যুবতী ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় মামলা দায়ের করেছেন।

 

জিএমপি’র বাসন থানার ওসি একেএম কাওসার আহমেদ চৌধুরী মামলার বরাত দিয়ে জানান, চাকুরি দেয়ার কথা বলে ১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে ইমরান হোসেন ওরফে আনোয়ার (৪৫) নামে এক ব্যক্তি মোবাইল ফোনে ওই যুবতীকে গাজীপুর সিটি কর্পোরেশনের শহীদ রওশন সড়ক এলাকায় মোফাজ্জল হোসেনের বাড়িতে ডেকে নিয়ে যায়। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকার মৃত নয়ন খলিফার ছেলে ইমরান ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। যুবতীটি ওই বাসায় গেলে তাকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয় ইমরান।

এতে রাজী না হলে ইমরান যুবতীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় ইমরানের সহযোগী অপর এক ব্যক্তি ঘরের দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে পাহাড়া দেয়। এ ঘটনায় ইমরান ও তার সহযোগীকে আসামী করে ধর্ষণের শিকার যুবতীটি মঙ্গলবার থানায় মামলা দেয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

জনকণ্ঠ

Exit mobile version