Site icon অবিশ্বাস

গাজীপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে পরিবহন শ্রমিক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাক শ্রমিক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, ১৯ বছরের এই তরুণী রোববার রাতে মামলা করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাগর শেখ (৩০) রাজবাড়ি সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর এলাকার কলিম উদ্দিনের ছেলে। বাসে চালকের সহকারী হিসেবে কাজ করেন তিনি।

পরিদর্শক মাহফুজ মামলার নথির বরাতে বলেন, সাতক্ষীরার এই তরুণী শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করেন। মাস তিনেক আগে সাগরের সঙ্গে বাসে তার পরিচয় ও বন্ধুত্ব হয়। রোববার তরুণী বাঘের বাজার বাসস্ট্যান্ডে সাগরের সঙ্গে দেখা করতে যান। সাগর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বেড়ানোর কথা বলে নিয়ে যান। কিন্তু পার্কের পাশে ইন্দ্রপুর এলাকায় এক নারীর বাসায় নিয়ে সাগরসহ তিনজন তাকে ধর্ষণ করেন।

অন্য দুইজনের নাম মো. বাবু (৩২) ও নাজমুল (৩০) বলে জানালেও পুলিশ তাদের ঠিকানা বলতে পারেনি।

পরিদর্শক মাহফুজ বলেন, মামলার পর রাতে এমসি বাজার এলাকা থেকে পুলিশ সাগরকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকে অন্যরা পলাতক রয়েছেন। এ ব্যাপারে অন্যান্য আইনি পদক্ষে নিচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version