Site icon অবিশ্বাস

গাজীপুরে পোশাক শ্রমিককে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, আটক ৩

গাজীপুরের কাশিমপুরে এক নারী পোশাক শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

 

২১ অক্টোবর বুধবার রাতে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আমিনুল ইসলাম, বায়েজিদ ও শাহাদত নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকার একটি পোশাক কারখানার এক নারী শ্রমিক গত রাতে তার কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ৫/৬ জন যুবক তাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে স্থানীয় স্কয়ার গেট এলাকার নির্জন স্থানে পালাক্রমে ধর্ষণ করে এবং শারীরিক নির্যাতন করে আটকে রাখে।

পরে দুর্বৃত্তরা ভুক্তভোগী ওই নারীর পরিবারের লোকজনের কাছে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

গাজীপুর মেট্টোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহবুব এ খুদা জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।

ভূক্তভোগী নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে, ধর্ষণের এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী নারী পোশাক শ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করেছেন।

ইউএনবি

Exit mobile version