Site icon অবিশ্বাস

গাজীপুরে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ, ডিজিটাল আইনে গ্রেপ্তার ১

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর মামলায় ইব্রাহিম খলিল ওরফে আশিক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

২ ডিসেম্বর বুধবার দুপুরে নগরীর পোড়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার পুলিশ।

এর আগে সকালে থানায় প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. কাউছার সরকার বাদী হয়ে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি বাজার এলাকার ইব্রাহিম খলিল গত মঙ্গলবার রাতে নিজের ফেইসবুক আইডি থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং তার চাচার বিরুদ্ধে কিছু মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ান। এতে গাছাসহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। বিকেলে গাজীপুর আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।

দেশ রূপান্তর

Exit mobile version