Site icon অবিশ্বাস

গাজীপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার ১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গাজীপুরের শ্রীপুরে ইয়াসিন আরাফাত আকরাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান-২ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আরাফাত শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার আব্দুল আলীর ছেলে।

এসআই মনিরুজ্জামান-২ বলেন, ‘সম্প্রতি ইয়াসিন আরাফাত আকরাম তার নিজ নামের ফেসবুক আইডি এবং একটি গ্রুপ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিপূর্ণ কথাবার্তা প্রচার করে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ওই এলাকার মৃত ইন্নছ আলীর ছেলে নাজিম উদ্দিন মাস্টার বাদী হয়ে গত শুক্রবার (৯ এপ্রিল) শ্রীপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।’

বাংলা ট্রিবিউন। জাগো নিউজ

Exit mobile version