Site icon অবিশ্বাস

গাজীপুরে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

গাজীপুর এক অভিনয় শিল্পীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের করেছে নির্যাতনের শিকার ওই তরুণী। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানায় মামলা করেন তিনি।

 

 

পরে পুলিশ অভিযুক্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে। কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় একটি ঘরে এ ঘটনা ঘটে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর আলম, সুমন মিয়া, রাসেল তালুকদার, জহির উদ্দিন ও শাহাবুল। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে গত ৩১ জানুয়ারি রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় ডেকে নেন ওই অভিনয় শিল্পীকে। পরে একটি ঘরে আটকে রেখে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন অভিযুক্তরা। মঙ্গলবার রাতে অভিনয় শিল্পী ওই নারী কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে রাতেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

বাংলা ট্রিবিউন

Exit mobile version