Site icon অবিশ্বাস

গাজীপুর টঙ্গীতে পরপর চার দিনে ৪ শিশু ধর্ষণ করেছে ৫৫ বছরের জসিম

কখনো টাকার লোভে দেখিয়ে আবার কখনো চকলেটের লোভ দেখিয়ে টানা চারদিন চারজন শিশুকে ধর্ষণ করেছে ৫৫ বছর বয়সী জসিম উদ্দিন নামের এক ব্যক্তি। গাজীপুর মহানগরীর টঙ্গীতে এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে জসিম নামের ওই ব্যক্তিকে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মো. কামাল হোসেন জানান, ধর্ষক জসিম উদ্দিন ২৭ জুন বৃহস্পতিবার বিকেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে ধর্ষণ করে। এসময় স্থানীয়রা তাকে বনমালা এলাকা থেকে আটক করে পুলিশে খবর দেয়। জসিম উদ্দিন বরিশাল জেলার কর্ণকাঠি গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। বনমালা টেকপাড়া এলাকায় তার একটি মুদির দোকান আছে।

ধর্ষক জসিম পুলিশকে জানিয়েছে,  মাত্র ২০ টাকার লোভ দেখিয়ে গত সোমবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুরে একে একে চার শিশুকে ভাড়া বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। বৃহস্পতিবার ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত জসিমকে বনমালা থেকে আটক করে পুলিশে খবর দেয়। নিগৃহীতা শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

কালের কণ্ঠ

Exit mobile version