Site icon অবিশ্বাস

গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীপুরের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অপু (৩২) ও তার স্ত্রী শরীফা আক্তার (২৫) তাদের বাড়ি কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায়।

মাওনা হাইওয়ে পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, সোমবার সন্ধ্যায় গাজীপুর থেকে অপু-শরিফা দম্পতি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের এমসি বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক

Exit mobile version