Site icon অবিশ্বাস

গাড়ির ধাক্কায় নিরাপত্তারক্ষী নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

বন্দর এলাকায় গাড়ির ধাক্কায় নিজাম উদ্দিন (৩১) নামে বিএসআরএমের এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
সোমবার (৪ মার্চ) ভোরে বিএসআরএম ফটকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিজাম কক্সবাজারের কুতুবদিয়ার মিয়াপাড়া বড়পুল এলাকার কামাল উদ্দিনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, বিএসআরএমের ফটকে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় নিজাম। পরে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Exit mobile version