Site icon অবিশ্বাস

গোদাগাড়ীতে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃদ্ধার বয়স আনুমানিক (৭০)। বুধবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম সুনীল হেমব্রত (৫০)।

 

২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধার নাতি জানান, আমার নানী বাইরের একটি ঘরে থাকতেন। তিনি সকাল থেকেই কান্নাকাটি করছিলেন। এরপরে তিনি তার প্রতিবেশী সুনীলের নাম নেয়। তারপর আমরা পুলিশের কাছে যাই।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বৃদ্ধার মেয়ে থানায় এসেছেন। আমরা লিখিত অভিযোগ নিচ্ছি। বৃদ্ধার রক্তপাত হচ্ছিল। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। অভিযুক্ত সুনীল আমাদের পর্যবেক্ষণে আছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিসের ইনচার্জ ডা. মনিরা জানান, ভুক্তভোগী বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়েছে। মেডিকেল চেকআপের জন্য তাকে আউটডোরে পাঠানো হয়েছে।

সমকাল

Exit mobile version