Site icon অবিশ্বাস

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মন্দিরে আগুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড় গ্রামের সাতকান্দি সার্বজনীন কালিমন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৪ মার্চ সোমবার রাত পৌনে আটটার দিকে মন্দিরে আগুন লাগানো হয়।

 

স্থানীয়রা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।
কোটালীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিকাইল জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় মন্দিরের কার্তিক ও সরস্বতীর প্রতিমা ভেঙ্গে দেওয়া হয়েছে। এ ছাড়া বেশ কিছু মূর্তি ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানান তিনি ।

কুশলা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য বিকাশ চন্দ্র মজুমদার বলেন, মন্দির ঘরসহ সবকটি মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন কে বা কারা ধরিয়ে দিয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে, বাইরে থেকে পাটখড়ি দিয়ে আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, কোন দুর্বৃত্ত বাইরে থেকে আগুন দিয়ে থাকতে পারে।
কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামচুল হক হাওলাদার বলেন, মন্দিরে আগুন লেগেছে। মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া জানান, কেউ মন্দিরে আগুন দিয়ে থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, যেটুকু জানতে পেরেছি, আগুন মন্দিরের বাইরে থেকে দেয়া হয়েছে। এতে মন্দিরের ভিতরে কিছু জিনিসপত্র পুড়ে যায়। পরে আগুন নেভানোর সময় বেশ কিছু মূর্তি নষ্ট হয়েছে। যাই ঘটুক বিষয়টি তদন্ত করে দেখা হবে।

প্রথম আলো

 

Exit mobile version