Site icon অবিশ্বাস

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্ষণের শিকার গৃহবধূ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ৮ মার্চ সোমবার রাতে উপজেলার ঘাঘরকান্দা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

 

এ ঘটনায় ধর্ষক মো. নাসির খান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ বলেন, আমার স্বামী একজন অটোভ্যানচালক। অটোভ্যান চালিয়ে তিনি গভীর রাতে বাড়ি ফেরেন। ঘটনার দিন আমার স্বামীর জন্য ঘরের দরজা খোলা রাখি। এ সুযোগে আমার প্রতিবেশী মো. দুলাল খানের ছেলে মো. নাসির খান ঘরে প্রবেশ করে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ধর্ষক নাসিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষক মো. নাসির খানকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষক নাসির খানকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

যুগান্তর

Exit mobile version