Site icon অবিশ্বাস

গোপালগঞ্জে অরক্ষিত রেলক্রসিংয়ে ৩ মোটর সাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে পড়ে তিনজনের প্রাণ গেছে।

মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুল বারেক জানান।

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গোপালগঞ্জ শহরের ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫) ও শহরের মোহাম্মদপাড়ার কামরুল চৌধুরীর ছেলে বঙ্গবন্ধু সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র তানভীর চৌধুরী রকি (১৯)।

এসআই বারেক জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা স্টেশনে রাত সাড়ে ১১টার দিকে যাত্রী নামিয়ে গোপালগঞ্জ স্টেশনে যাচ্ছিল। ট্রেনটি গোপালগঞ্জ-বর্ণি সড়কের ভেন্নাবাড়ি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।

“ওই ক্রসিংয়ে কোনো গার্ড নেই। রাতে যখন ট্রেন আসে, তখন সিগন্যালবার ফেলা ছিল না। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীকেও আমরা পাইনি।

“তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে ওই তিন যুবক মোটরসাইকেলে করে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে প্রায় ৫০ গজ দূরে গিয়ে পড়ে। কয়েক ঘণ্টা পর ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ সিকদার বলেন, “মোটরসাইকেলটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

বিডি নিউজ

Exit mobile version