Site icon অবিশ্বাস

গোপালগঞ্জে হরিচাঁদ মন্দিরের অগ্নিসংযোগ

গোপালগঞ্জে রাতের আঁধারে হরিচাঁদ মন্দিরের ভিতরে আগুন ধরিয়ে বিভিন্ন মালামাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৯ অক্টোবর) গভীর রাতে গ্রিল দিয়ে আটকানো মন্দিরের মধ্যে থাকা ঢোল, কাপড়ের তৈরী পতাকাসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে যায়। গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী উত্তর পাড়ায় অবস্থিত ওই মন্দিরে এ ঘটনা ঘটে।

 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে আজ শনিবার (১০ অক্টোবর) সকালে পুলিশ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস জানান, রাতের আঁধারে কে বা কারা তাদের মন্দিরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। তিনি দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।

পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ অসিত মল্লিক জানান, পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ডিবিসি নিউজ

Exit mobile version