Site icon অবিশ্বাস

গ্রিন রোডে আরবি পড়া না পাড়ায় শিশুকে অমানুষিক নির্যাতনের অভিযোগ ইমামের বিরুদ্ধে

আরবি পড়া না পড়ায় সাত বছরের এক শিশুর ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছেন মসজিদের ইমাম।  ৭ অক্টোবর রাজধানীর গ্রিন রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে এ ঘটনা ঘটে। ওই মসজিদের ইমাম আহাদ উল্লাহ সানি শিশুটিকে নির্যাতনের এক পর্যায়ে অণ্ডকোষে লাথি মারেন।

নির্যাতনের শিকার শিশু ওয়াজেদ হোসেন পরশ বিজিবি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। বাবার নাম আবুল হোসেন।

জানা যায়, ওই দিন দুপুরে আরবি পড়তে যায় সাত বছরের শিশু পরশ। পড়া না পড়ায় স্টাফ কোয়ার্টার জামে মসজিদের ইমাম আহাদ উল্লাহ সানি পরশের ওপর নির্যাতন চালায়। এক পর্যায়ে শিশুটি মসজিদের ফ্লোরে পড়ে গেলে তার অণ্ডকোষে পা দিয়ে কচলিয়ে মারেন। পরে শিশুটিকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে এ ঘটনায় গ্রিন রোড স্টাফ কোয়ার্টারের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে ওই মসজিদের ইমাম আহাদ উল্লাহ সানির বিচারে দাবি জানিয়েছেন।

ইত্তেফাক

Exit mobile version