Site icon অবিশ্বাস

ঘরে ঢুকে ব্লগার নীলয় নীলকে হত্যা

শুক্রবার দুপুরে ভাড়া বাসায় ঢুকে হত্যা করা হলো নীলাদ্রিকে। সন্ধ্যায় এক ই-মেইল বার্তায় হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম নামের একটি সংগঠন। এ নিয়ে চলতি বছরের সাত মাসে চারজন লেখক ও ব্লগার খুন হলেন। এর আগে ২০১৩ সালে খুন করা হয় ব্লগার আহমেদ রাজীব হায়দারকে।

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়। কর্মস্থলে ও বন্ধুদের বিষয়টি জানিয়েছিলেন তিনি। পুলিশের সাহায্য চেয়েও পাননি। ঢাকার বাইরে বদলিও হয়েছিলেন। বিদেশে চলে যাওয়ার চেষ্টাও ছিল। কিন্তু শেষমেশ নৃশংসভাবে খুন হলেন তিনি।

bdnews24

Exit mobile version