Site icon অবিশ্বাস

ঘাটাইলে প্রতিমা ভাঙচুর, সংখ্যালঘুরা আতঙ্কে

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সাগরদিঘির গুপ্তবৃন্দাবন এলাকায় গত রোববার গভীর রাতে শ্যামরাই মদন মোহন মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা প্রায় ৫শ’ বছরের পুরনো ২টি প্রতিমা ভাঙচুর করে। এই ঘটনার পর ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানায়, সোমবার সকালে তারা মন্দিরের বাইরে ভাঙচুর করা প্রতিমা পড়ে থাকতে দেখেন। পরে তারা মন্দিরের ভেতরেও প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পান। মন্দিরের সেবাইত রসিক চন্দ্র বৈষ্ণব জানান, রোববার সন্ধ্যায় পূজাশেষে তিনি মন্দিরে তালা মেরে রাখেন এবং সোমবার সকালে প্রতিমা ভাঙা অয় দেখতে পান। মন্দিরের ভেতর নিমকাঠের তৈরি মদন মোহন ও রাধাকৃষ্ণের ২টি প্রতিমা ছিল। রোববার গভীর রাতে কে বা কারা মন্দিরের তালা ভেঙে প্রতিমা ২টি ভাঙচুর করে মন্দিরের ভেতরে ও বাইরে ফেলে রেখে যায়। এ ঘটনার পর ওই এলাকায় বসবাসকারী বৈষ্ণব ও ক্ষত্রিয় সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ওই এলাকার একজন স্কুল শিক্ষক জানান, বহু বছর যাবৎ আমরা মুসলমান ও হিন্দু সম্প্রদায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি; কিন্তু এমন কোন ঘটনা কখনো ঘটেনি। ওই ঘটনার নিন্দা জানিয়ে এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে ওই এলাকায় ৯ এপ্রিল পূর্ব ঘাটাইল রাধা গোবিন্দ সমাজ কল্যাণ সমিতির উদ্যেগে আয়োজিত ১৯তম বার্ষিকী সার্বজনীন শ্রী শ্রী তারকাব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও কালী প্রতিমার পূজার্চনা অনুষ্ঠান হওয়ার কথা। এ নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। উল্লেখ্য, রাধা গোবিন্দ সমাজ কল্যাণ সমিতির সভাপতি, সাগরদিঘি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশীষ কুমার সাহার কাছে ছাত্রদলের কর্মীরা কিছুদিন পূর্বে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ার কারণে গত রোববার সিদ্দিকের নেতৃত্বে ছাত্রদল ক্যাডাররা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক আহত করে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সংবাদ, ৩ এপ্রিল ২০০২

Exit mobile version