Site icon অবিশ্বাস

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

 ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ ও ‘মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কার্যক্রম পরিচালনার’ কথিত অভিযোগে ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে  নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

 

তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ভাইয়ের নির্দেশে মঙ্গলবার (১৪ জুলাই) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল দাশ গুপ্ত  মামলাটি করেছে বলে আসাদ দাবি করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ব্লগার আসাদ নুর অনলাইনে ভিডিও প্রচার করে ইসলাম ধর্ম, মুসলমান জাতি ও আওয়ামী লীগকে নিয়ে আপত্তিকর ও স্পর্শকাতর মন্তব্য করে উস্কানি দিয়েছেন। গত সোমবার (১৩ জুন) ‘আসাদ নুরস ব্লগস’ নামের আইডি থেকে এ ধরনের ভিডিও প্রচার করা হয়। মামলায় উস্কানিমূলক ভিডিও বার্তাটিতে যারা কমেন্ট ও শেয়ার করে প্রচার করেছেন তাদেরও অভিযুক্ত করা হয়েছে।

মামলার বাদী শিমুল গুপ্ত বলেন, ব্লগার আসাদ নুর ভিডিও বার্তায় রাঙ্গুনিয়ায় আরেকটি রামু ট্র্যাজেডি সৃষ্টির উস্কানি দিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে ভিডিও বার্তায় ইসলাম ও মুসলমানদের নিয়ে নানা কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেন। আমার হোয়টসঅ্যাপেও আপত্তিকর অডিও বার্তা পাঠান। তার উস্কানিমূলক এসব ভিডিও বার্তার কারণে রাঙ্গুনিয়ায় বৌদ্ধ ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আসাদ নুর ও সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

আসাদ এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন,  তথ্য মন্ত্রী হাসান মাহমুদের ভাইয়ের নেতৃত্বে চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বৌদ্ধ বিহার দখল, বৌদ্ধ ভিক্ষুকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা নিয়ে ভিডিও বানানোর কারণে এই নিপীড়ন মূলক আইনে তাঁর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ধর্মীয় উগ্রবাদীদের কাছ থেকে ক্রমাগত প্রাণনাশের হুমকি পেয়ে দেশত্যাগ করে প্রতিবেশী একটি দেশে অবস্থান করছেন এই ব্লগার।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুব মিল্কি জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড যারা শেয়ার ও প্রচার করে উত্তেজনা ছড়াচ্ছেন তারাও আইনের আওতায় আসবে।

জাগো নিউজ । বাংলা নিউজ

Exit mobile version