Site icon অবিশ্বাস

চট্টগ্রামের সন্দ্বীপে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামের সন্দ্বীপে উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ম্যানেজিং কমিটির সদস্যের ছেলে কর্তৃক ধর্ষণের অভিযোগ উঠেছে। ছাত্রীর পরিবারের অভিযোগ, ভালবাসার ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী মারুফ (২৫) তাকে একাধিকবার ধর্ষণ করে। ছাত্রীটি উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মারুফের পিতা ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য।

 

২ এপ্রিল বৃহস্পতিবার ধর্ষণের অভিযোগ এনে ছাত্রীর বাবা অভিযুক্ত মারুফকে প্রধান আসামি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামী দু’জনই পলাতক রয়েছে।

ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত মারুফ হোসেন খারাপ উদ্দেশ্য নিয়ে ছাত্রীটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ডিসেম্বর মাসের প্রথম দিকে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি রুমে ধর্ষণ করে। বিষয়টি পরিবারে জানাজানি হলে ছাত্রীর পিতা বাদি হয়ে থানায় মামলা করেন।

সদ্বীপ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম জানান, ২ এপ্রিল বৃহস্পতিবার ছাত্রীর বাবা ধর্ষণের অভিযোগ আনলে আমরা তা গ্রহণপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।

কালের কণ্ঠ

Exit mobile version