Site icon অবিশ্বাস

চট্টগ্রামের সীতাকুণ্ডে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রমণে আসা তরুণের চুল কাটা হলো

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ভ্রমণে আসা এক তরুণের চুল কেটে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের নির্দেশে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়। ঘটনাস্থলে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

 

এ ঘটনার ছবি ফেসবুকে পোস্ট করা হলে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এ বিষয়ে শাহজাহান সালেহ নামের এক ব্যক্তি ফেসবুকে মন্তব্যে লেখেন, ‘সাধু সাবধান! গুলিয়াখালী সি বিচে ম্যাজিস্ট্রেটের অতর্কিত হানা। নিচের ছবিতে আপনারা দেখছেন, একটা কলেজপড়ুয়া ছেলের মাথার চুল কেটে দেওয়া হচ্ছে।’

ঘটনাটিকে কেউ কেউ সমর্থন দিলেও বিরোধিতা করছেন বেশির ভাগ মানুষ। ফেসবুকে প্রতিক্রিয়ায় সদরুল চৌধুরী নামে একজন লেখেন, ‘চুল কাটা কোনোভাবে আইনসিদ্ধ বা গ্রহণযোগ্য নয়। এটা অবশ্যই ক্ষমতার অপব্যবহার।’

তরুণের চুল কাটার বিষয়ে সৈয়দ মাহবুবুল হক বলেন, ‘স্থানীয়দের অভিযোগ ছিল গুলিয়াখালী সৈকতে তাঁবু টাঙিয়ে রাতে অসামাজিক কার্যকলাপ চলে। সে অভিযোগের ভিত্তিতে তিনি সেখানে অভিযান চালিয়ে সাতটি তাঁবু জব্দ করেছেন। সেখানে একটি ছেলে উল্টাপাল্টা আচরণ করেছিল। স্থানীয় কেউ তাঁর চুল ছোট করে দিয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে ম্যাজিস্ট্রেট এভাবে কারও চুল কাটতে পারেন না।

প্রথম আলো

Exit mobile version