Site icon অবিশ্বাস

চট্টগ্রামে ওষুধ ব্যবসায়ী খুন

নগরীর ডবলমুরিং থানাধীন মৌলভীপাড়া এলাকায় গত রোববার রাতে রাজু পাল (৩০) নামে এক ওষুধের দোকানের মালিক খুন হয়েছে। পুলিশ খুনের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গত রোববার রাতে কে বা কারা ‘চারুতা ফার্মেসি’র মালিক রাজু পালকে খুন করে ফার্মেসির ভিতরে। খুনিরা তার লাশ ভেতরে রেখেই বাহির থেকে তালা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দরজার নিচ দিয়ে রক্ত বের হয়ে আসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাজুর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহত রাজুর ভাই ভাস্কর পাল বাদী হয়ে থানায় মামলা করেছে।

ভোরের কাগজ, ২৫ জুন ২০০২

Exit mobile version