Site icon অবিশ্বাস

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় বিয়ের প্রলোভনে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ অক্টোবর শনিবার দুপুরে নগরীর আকবর শাহ থানার শহীদ লেইন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, রেলওয়ের শহীদ লেইন কলোনিতে বসবাস করেন উভয় পরিবার। মেয়ের বাবা সিএনজি চালিত অটোরিকশা চালক ও ছেলে বাবার জাহাজ শ্রমিক। উভয় পরিবারের মধ্যে ভালো সর্ম্পক ছিল। এর সুবাধে ছেলে মেয়ের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। উভয়ের মধ্যে নিয়মিত দেখা সাক্ষাৎ হতো। পরে ছেলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং নানা অজুহাত দেখায়। এতে ওই কিশোরী পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, কিশোরী ও ১৭ বছরের কিশোর একই এলাকার প্রতিবেশী। বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ করা হয়। কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

সমকাল

Exit mobile version